• চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের E-mail আইডি Google Cloud সার্ভার এবং G-suit for Education নীতিমালা অনুসরণ করে বিধায়, Google এর যেকোন ব্যবহার নীতিমালা পরিবর্তনের জন্য চবি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • আমি এই মর্মে অঙ্গীকার করছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শর্তাবলী এবং ডোমেইন আইডির যথাযথ ব্যবহার নিশ্চিত করবো ।
  • শিক্ষক/কর্মকর্তাদের জন্য মাক্সিমাম ড্রাইভ স্টোরেজ লিমিট ১০০ জিবি
  • ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাক্সিমাম ড্রাইভ স্টোরেজ লিমিট ৩০-৩৫ জিবি ( ড্রাইভ স্টোরেজ লিমিট অতিক্রম করলে একটি ইমেইল করা হবে ড্রাইভ স্টোরেজ ব্যবহার সংক্রান্ত তথ্য জানিয়ে। সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর স্টোরেজ লিমিট ৩০-৩৫ জিবি অথবা অধিক রয়ে গেলে ইমেইল অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে।