- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের E-mail আইডি Google Cloud সার্ভার এবং G-suit for Education নীতিমালা অনুসরণ করে বিধায়, Google এর যেকোন ব্যবহার নীতিমালা পরিবর্তনের জন্য চবি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
- আমি এই মর্মে অঙ্গীকার করছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত শর্তাবলী এবং ডোমেইন আইডির যথাযথ ব্যবহার নিশ্চিত করবো ।
- শিক্ষক/কর্মকর্তাদের জন্য মাক্সিমাম ড্রাইভ স্টোরেজ লিমিট ১০০ জিবি
- ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মাক্সিমাম ড্রাইভ স্টোরেজ লিমিট ১৫ জিবি ( ড্রাইভ স্টোরেজ লিমিট অতিক্রম করলে একটি ইমেইল করা হবে ড্রাইভ স্টোরেজ ব্যবহার সংক্রান্ত তথ্য জানিয়ে। সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর স্টোরেজ লিমিট ১৫ জিবি অথবা অধিক রয়ে গেলে ইমেইল অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে।