হলে সিট বরাদ্দের নিমিত্তে ছাত্রদের আবেদন ফর্ম

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী

  • শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • সকল আগ্রহী শিক্ষার্থীকে (বরাদ্দপ্রাপ্ত, সংযুক্তসহ) আবেদন করতে হবে। বরাদ্দপ্রাপ্ত ও পূর্বে আবেদনকৃত শিক্ষার্থীদের আবেদনের জন্য আবেদন ফি প্রদান করতে হবে না। এছাড়া অন্যান্যদের আবেদন ফি প্রদান করতে হবে।
  • আবেদন ফি ১০০ টাকা। বিকাশের ০১৮৫৮২০০৩৫৪ এজেন্ট নম্বরে আবেদন ফি পেমেন্ট করতে হবে। 
  • bKash USSD ব্যবহার করে পেমেন্টের পদ্ধতি:
    *247# >> Payment >> Enter Marchant bKash Account No (01858200354) >> Enter Amount (100) >> Enter Reference (Your Student ID) >> Enter Menu PIN to confirm (**) >> Proceed
  • bKash অ্যাপস ব্যবহার করে পেমেন্টের ধাপসমূহ:
    Make Payment >> Enter Merchant Number (01858200354) >> Amount (100) >> Proceed >> Reference (Hall Fee) >> Enter PIN (***) >> Confirm PIN >> Tap and hold to Make Payment >> Your Payment is successful
  • বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে আসন বণ্টন করা হবে। প্রত্যেক আবেদনকারীকে এসএসসি/সমমান, এইচএসসি/সমমানের পরীক্ষার GPAসহ ইতিমধ্যে প্রাপ্ত বিভিন্ন বর্ষ/সেমিস্টারের GPA উল্লেখ করতে হবে এবং সেসবের অনুকূলে মার্কশীট/গ্রেডশীটের সফট-কপি আবেদনের সাথে আপলোড করতে হবে। প্রাপ্ত GPA সমূহের গাণিতিক গড়ের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করে সিট বরাদ্দ করা হবে। সিট বরাদ্দের যেকোনো পর্যায়ে কোন আবেদনকারীর প্রদত্ত তথ্য ভুল প্রমাণিত হলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 
    উল্লেখ্য, কোন আবেদনকারীর সাথে কোন মার্কশীট/গ্রেডশীটের কপি না থাকলেও হলে ভর্তির সময় মূল মার্কশীট/গ্রেডশীট প্রদর্শন করে ভর্তি হতে পারবেন।
  • আবেদনের সময় ১০ আগস্ট ২০২৪ দুপুর ১২.০০ টা থেকে ১৪ আগস্ট দিবাগত রাত ১১.৫৯মি পর্যন্ত আবেদন করা যাবে।